জঙ্গিবাদ মুক্ত দেশ ও মানুষের কল্যাণ কামনায় রাঙামাটিতে মহাসংঘদান

Published: 10 Sep 2016   Saturday   

জঙ্গিবাদ মুক্ত দেশ ও মানুষের কল্যাণ কামনায় শনিবার রাঙামাটির রাজবন বিহারে মহাসংঘদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কয়েক হাজার বৌদ্ধধর্মালম্বীর পূন্যার্থী অংশ গ্রহণ করেন।

 

রাজবন বিহার প্রাঙ্গনে জুরাছড়ি উপজেলার শলকবাসীর আয়োজনে ১২তম মহাসংঘদান অনুষ্ঠানে ধর্শীয় দেশনা দেন রাজবন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা,রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা প্রমুখ।

 

দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে মহাসংঘদান পাঠ, পঞ্চশীল প্রার্থনা ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন ফুরোমন বন বিহারের অধ্যক্ষ বৃগু মহাস্থবির।

 

প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এমপি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির মধ্যে কখনোই শান্তি আসে না। সাবই যদি যে যার কর্ম সঠিকভাবে পালন করি তাহলে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

 

তিনি সবার সহযোগীতায় দেশ এগিয়ে যাওয়ার প্রত্যাশা এবং সকল জাতিসত্বা সুখে শান্তিতে থাকতে পারে সেই প্রার্থনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত