রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যে দিয়ে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত

Published: 13 Sep 2016   Tuesday   

রাঙামাটিতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যে দিয়ে মঙ্গলবার পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হয়েছে।

 

সকাল ৮ টায় রাঙামাটি প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় শহরের তবলছড়ি জামে মসজিদ প্রাঙ্গনে। বনরুপা কালেক্টরেট জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন ও রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ। 

 

এছাড়া রিজার্ভ বাজার জামে মসজিদ, বনরূপ জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। গেল সোমবার সারা রাত বৃষ্টির কারণে মাঠের পরিবর্তে ঈদ জামাতগুলো মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

 

নামাজ শেষে মুসল্লীরা পৌরসভার নির্ধারিত স্থানে পশু কোরবানী দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত