রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিতমাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যরা, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা বলেন, জুরাছড়ি, বিলাইছড়ি, কাউখালী ও বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো দ্রুত মেরামতের জন্য তিনি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, জেলার দক্ষিণ কুতুবছড়ি ও পাকুজ্যাছড়ি আবাসিক বিদ্যালয় ভবন ও সংলগ্ন আবাসিক হোস্টেল পুঃননির্মানের জন্য মন্ত্রনালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক বলেন,গেল ১৭ আগস্ট পরিষদের অর্থায়নে একটি পাহাড় একটি খামার প্রকল্পটি পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে উদ্ধোধন করা হয়েছে। পরে পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার মাধ্যমে কৃষক-কৃষাণীদের মাঝে ফলের গাছ, ছাগল, পিগ ও মুরগীর বাচ্চা এবং খাদ্য বিতরণ করা হয়েছে। এছাড়া স্ট্রবেরী, চা ও কফি চাষ প্রকল্প চলমান রয়েছে।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এবারের ঈদুল আযহায় জেলার মুসল্লিদের গরুর চাহিদা মিটিয়ে খামারীরা অন্যান্য জেলায়ও গরু রপ্তানী করেছে।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন,জেলা পরিষদ একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। এ পরিষদ জনগনের স্বার্থে সবসময় কাজ করে আসছে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, পরিষদের প্রদত্ত সুযোগ সুবিধাগুলো এ এলাকার বসবাসরত জনসাধারনের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে হস্তান্তরিত বিভাগের সকল আহবায়ক ও কর্মকর্তাদের নিরলসভাবে কাজ করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.