নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক

Published: 18 Sep 2016   Sunday   

রোববার বান্দরবান জেলা প্রশাসন প্রাঙ্গন থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদকে আটক করেছে ডিবি পুলিশ।

 

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর দেড়টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বরখাস্তকৃত সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদকে জেলা প্রশাসন প্রাঙ্গন থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে রামু বৌদ্ধ পল্লীতে অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনায় মামলা রয়েছে। অবশ্য এই মামলায় তিনি জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে রামু ঘটনা ছাড়াও আরো বেশ কয়েকটি মামলা রয়েছে।

 

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান,তোফায়েল আহমেদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।  মামলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মামলার বিষয়ে আরো যাচাই-বাচাই করে দেখা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত