পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Published: 26 Sep 2016   Monday   

পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমার বাসভবন ঘেরাও ও তল্লাশীর প্রতিবাদে সোমবার এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।

 

পূজগাং মুখ উচ্চ বিদ্যালয় মাঠে ২নং চেংগী ইউপি চেয়ারম্যান কালাচাদ চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য প্রদান করে ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ২নং চেংগী ইউপির সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও ৪নং লতিবান ইউপির সাবেক চেয়ারম্যান শান্তি জীবন চাকমা। এ সময় বক্তারা, শনিবার রাতে বিজিবি কর্তৃক উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন ঘেরাও ও তল্লাশীর প্রতিবাদে তীব্র নিন্দা জানান। তাছাড়া লোগাংয়ের বালুমহল বন্ধ না রেখে সর্বসাধারণের জন্য উম্মুক্ত করে দেয়া ও যখন তখন মোবাইল কোর্ট পরিচালনার নামে হয়রানী বন্ধ করারও দাবী জানান।

 

এর আগে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পানছড়ি বঙ্গবন্ধু স্কয়ারে এক সমাবেশ হয়।

 

পানছড়িস্থ ২০ বিজিবি জানায়, শনিবার রাতে লোগাং ইউপি হইতে চেংগী নদী পার হয়ে মোহাম্মদপুর ও মুসলিমপাড়া সড়কে কিছু অস্ত্রধারী সন্ত্রাসীর খবরে বিজিরি’র সদস্যরা উপজেলা পরিষদের সামনে দিয়ে গিয়ে মোহাম্মদপুর ও মুসলিমপাড়া মোড়ে ঘন্টাখানেক অবস্থান নেয়। ওই সময়ে কারোর বাসা ঘেরাও বা তল্লাশীর ঘটনা ঘটেনি।

 

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শনিবার রাতে পানছড়িস্থ ২০ বিজিবি সদস্যরা পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমার বাসভবন ঘেরাও ও তল্লাশী করেছে বলে দাবি করেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত