আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রাঙামাটিতে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা

Published: 28 Sep 2016   Wednesday   

আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বুধবার রাঙামাটিতে বনার্ঢ্য  শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি শাখার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট  মোয়াজ্জেম হোসাইন। সনাকের-সহসভাপতি ও মানবধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমার সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন দুদক রাঙামাটির উপ-পরিচালক  মোঃ শরিফুল রহমান ভুইঁয়া, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল,  জেলা তথ্য কর্মকর্তা কৃপাময় চাকমা। স্বাগত বক্তব্য রাখেন  সনাকের সহ সভাপতি অমলেন্দু হাওলাদার।

 

 এর আগে  রাঙামাটি  পৌর চত্বর থেকে  জেলা প্রশাসন কার্যালয় চত্বর পর্ষন্ত একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন কলেজ  ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 সভায় প্রধান অতিথির বক্তব্যে মোয়াজ্জেম হোসেন বলেন জনগণ যদি তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে পারে তথ্য অধিকার আইনের সুষ্ঠু ব্যবহার করলেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব।

 

বিশেষ অতিথির বক্তব্যে দুদকেের উপ পরিচালক জনাব সফিকুর রহমান ভূইয়া যারা তথ্য দিবে এবং তথ্য নিবে সকলকে তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে হবে।

 

উল্লেখ্য, মঙ্গলবার  থেকে  দুইদিন ব্যাপী   জেলা প্রশাসন কার্যালয় চত্বরে তথ্য মেলা আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত