জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক নির্মুল রোধে লামায় কমিউনিটি পুলিশিং সভা

Published: 28 Sep 2016   Wednesday   

বুধবার লামায় জঙ্গীবাদ নির্মুল, সন্ত্রাস, মাদক প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকল্পে কমিউনিটি পুলিশিং সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

লামা থানা কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কমিউনিটি পুলিশ লামা উপজেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন, লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী করিমুল মোস্তফা স্বপন, লামা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. রফিক, পুলিশের উপ-পরিদর্শক জায়েদ নুর, মো. হারুণ, সাংবাদিক আবুল কাসেমসহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ ও সুশীল সমাজের লোকজন।


লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন তার বক্তব্যে বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ। কমিউনিটি পুলিশিং হচ্ছে গ্রাম, মহল্লা, পাড়া জনগণের সাথে সু-সর্ম্পক রেখে পারস্পরিক সাহায্য সহযোগিতা করা। লামা উপজেলার বিভিন্ন স্থানে প্রায় সময় অপ্রীতিকর কিছু তুচ্ছ ঘটনা ঘটে।

 

যা মামলা হিসেবে আমলে না নিয়ে এসব ঘটনাগুলো কমিউনিটি পুলিশিং মাধ্যমে সমাধান করা হয়। এতে করে সাধারণ মানুষ আইনী জটিলতার হাত থেকে বাচঁতে পারে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত