পানছড়িতে অস্ত্রশস্ত্রসহ পিসিপি’র ৯নেতাকর্মী আটক

Published: 29 Sep 2016   Thursday   

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বৃহস্পতিবার ইউনাইটেড পিপলস পেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) একটি এলজি ও ৩ রাউন্ড গুলিসহ ৯ জন নেতাকর্মীকে আটক করেছে। 

 

জানা যায়,জেলার পানছড়ি উপজেলার পানছড়ি কলেজ গেইট এলাকায় পিসিপি কার্যালয়ে কয়েকজন অস্ত্রধারী গোপন বৈঠকে বসেছে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ৩ বিজিবি লোগাং জোনের সহকারী পরিচালক রহমতআলী ও পানছড়ি সাব জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: ওয়াহিদুজ্জামানের অভিযান চালানো হয়। এসময় একটি এলজি ও ৩ রাউন্ড গুলিসহ ৯ জন নেতাকর্মীকে আটক করা হয়।

 

আটকৃতরা হলেন আটককৃতরাপানছড়িউপজেলাপিসিপিসভাপতিহিমেলচাকমা, পিসিপি’র পানছড়ি কলেজ শাখর সভাপতি এডিসন চাকমা, দপ্তর সম্পাদক সাধন চাকমা, বড়কলক এলাকার জীতেন্দ্র চাকমার ছেলে কল্যাণ জ্যোতি চাকমা, একই এলাকার সুগন্ধা চাকমার ছেলে সুপ্রিয় চাকমা, দুদুকছড়ার ভূবন চন্দ্র চাকমার ছেলে সুবিরণ চাকমা, যুবনাশ্ব পাড়ার বিজয় চাকমার ছেলে রমেশ চাকমা, পূজগাং এলাকার সম্মুলাল চাকমার ছেলে সোহেল চাকমা ও মাছ্যাছড়ির শ্যামল কান্তি চাকমার ছেলে দিদল চাকমা।


পানছড়িস্থ লোগাং জোনঅধিনায়ক লে: কর্ণেল আহসান আজিজ (পিএসসি) জানান, যৌথ বাহিনী এ অভিযানে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র ও আটককৃদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

 

পানছড়ি থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মো: ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(ক)-চ ধারায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত