সরকারের সাফল্য,অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক খাগড়াছড়িতে আলোচনা সভা

Published: 29 Sep 2016   Thursday   

সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্যাকেজ প্রচার কার্যক্রম ভিশন -২০২১-এর বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন  ও জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।

 

উপজেলা নির্বাহী অফিসার এলিশ শরমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা।স্বাগত বক্তব্যে রাখেন জেলা তথ্য অফিসার মোঃ আতাউর রহমান। আলোচনা সভা শেষে চলচিত্র প্রদর্শনী ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি যতীন্দ্র লাল ত্রিপুরা সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন তুলে ধরেন এবং জনগণের তথ্য অধিকার বিষয়ে ধারনা দেন।

 

উল্লেখ্য,গেল বুধবার থেকে দুই দিনব্যাপী টাউন হল চত্বরে তথ্য অধিকার মেলার আয়োতজত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত