কেক কাটা,আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার কাপ্তায়ের রাইখালিতে উদযাপিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০ তম জন্মদিন।
রাইখালি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মাঝি পাড়া মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুচাইন চৌধুরী।
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো: সালাউদ্দিনের সভাপতিত্বে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার,রাইখালি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মংক্য মার্মা, সাধারন সম্পাদক ইউসুফ কার্বারী, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন সুমন,সাধারন সম্পাদক এ আর লিমন,সহ সভাপতি অমিত বিশ্বাস বাবলু, রাইখালি ইউনিয়ন যুবলীগ সভাপতি বিপ্লব সেন লাতু,যুগ্ম সম্পাদক মো রাসেল,যুবলীগ নেতা সাহাবুদ্দীন এবং ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি বিপ্লব দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: মিজানুর রহমান।
আলোচনা সভা শেষে ঝুলন দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চট্রগ্রামের জনপ্রিয় শিল্পী মো: মোস্তাফিজুর রহমান,মোহনা দে এবং শারমিন। যন্ত্র সংগীতে ছিলেন পলাশ,জুয়েল, বাবলু, রাশেদ এবং ঝুলন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.