পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে রাঙামাটিতে যুব ফ্রন্টের কর্মী সমাবেশ

Published: 30 Sep 2016   Friday   

পার্বত্য ভূমি কমিশন আইনসহ বাঙ্গালীর স্বার্থ ও সংবিধান বিরোধী সকল কর্মকান্ড বাতিলের দাবিতে শুক্রবার রাঙামাটিতে কর্মী সমাবেশ করেছে পার্বত্য যুব ফ্রন্ট।

 

রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনসটিটিউশন হল রুমে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন পার্বত্য যুব ফ্রন্টের জেলা শাখার সভাপতি এম মান্নান রানা। বক্তব্যে রাখেন,পার্বত্য যুব ফ্রন্টের উপদেষ্টা কে এম জালোয়া,সমঅধিকার আন্দোলনের জেলা সাধারন সম্পাদক এডভোকেট আফছার আলী, সমঅধিকার আন্দোলনের সিনিয়র কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর কামাল,বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ ছাব্বির আহমেদ, পার্বত্য যুব ফ্রন্টের কেন্দ্রীয় সধারণ সম্পাদক মোঃ শাহ জাহান, কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, জেলা সাধারণ সম্পাদক  মোঃ হান্নান প্রমুখ।

 

কর্মী সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য ভুমি কমিশনের চেয়ারম্যানের ক্ষমতা খর্ব করে সকল সিদ্ধান্ত কমিশনের সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংখ্যাগরিষ্টের সিদ্ধান্ত নেওয়ার বিধান থাকায়  আশংকা রয়েছে কমিশনে গৃহীত সিদ্ধান্ত পার্বত্য বাঙ্গালীদের বিপক্ষে যাবে এবং পার্বত্য অঞ্চলের বাঙ্গালীরা ভিটে মাটি হারা হবে। এছাড়া জলে ভাসা জমি, ফ্রিঞ্জল্যান্ড এর জমির বন্দোবস্তি বাতিল করার ক্ষমতা দেওয়ায় বর্তমানে বসবাসরত ভূমির মালিকরা তাদের জমি থেকে উচ্ছেদ হবে, দেখা দেবে নতুন সমস্যা, বাড়বে সংঘাত।

 

সমাবেশে বক্তারা আরো  বলেন,অবিলম্বে এই আইন বাতিল এবং বাংলাদেশের ৬১ টি জেলায় বাংলাদেশ সংবিধান ও প্রচলিত আইনের মাধ্যমে যেভাবে ভূমি বিরোধ নিষ্পত্তি  করতে হবে। অন্যথায় পার্বত্য চট্টগ্রামে ভুমি কমিশনকে কাজ করতে দেওয়া হবে না ও যেখানেই ভূমি কমিশন কাজ করতে যাবে সেখানেই বাঙ্গালীরা বাঁধা প্রদান করা হবে বলে  হুঁশিয়ারি উচ্চারণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত