লামায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ১

Published: 30 Sep 2016   Friday   

জীপের চাকায় পিষ্ট হয়ে মো. হেলাল(১৫) নামে এক সাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার লামা পৌরসভার ছাগলখাইয়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। হেলাল লামা পৌরসভার ৯নং ওয়ার্ড হরিণঝিরি এলাকার রহিম মুন্সির ছেলে।

 

প্রত্যেক্ষদর্শীরা জানান, শুক্রবার চকরিয়া থেকে আসা আলীকদম গামী একটি জীপ (গাড়ী নাম্বার ল নং- ৩৭) লামা পৌরসভার ছাগলখাইয়া নামক স্থানে একটি টমটমকে ওভারটেক করতে গিয়ে সাইকেল চালক মো. হেলালকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এসময় আশপাশের আহত হেলালকে উদ্ধার করে লামা হাসপাতালে পাঠায়। পরে তার অবস্থা অবনতি হওয়ায় তাকে চট্টগ্রামমেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

লামা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত সহকারী মেডিকেল অফিসার উহ্লা ওয়াং মার্মা জানান, আহতের দুটি পা ও কোমড় ভেঙ্গে গেছে। আঘাতের কারণে হেলালের চেহারা বিকৃত হয়ে গেছে। শরীরের একাধিক স্থানে আঘাত পাওয়ার কারণে বাচাঁর আশংকা রয়েছে তার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত