পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বাতিলের দাবীতে রাঙামাটিতে বাঙালী সংগঠনের বিক্ষোভ-সমাবেশ

Published: 02 Oct 2016   Sunday   

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন অধ্যাদেশ বাতিলের দাবীতে রোববার রাঙামাটি শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী অধিকার আন্দোলন  ও পার্বত্য বাঙ্গলী ঐক্য পরিষদ ।

 

জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য বাঙ্গালী ঐক্য পরিষদের সভাপতি উজ্জ্বল পাল। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন পার্বত্য বাঙ্গলী ঐক্য পরিষদের নেতা জহিরুল ইসলাম, সেলিম উদ্দিন, তোহিদুল ইসলাম প্রমূখ।

 

এর আগে একটি  বিক্ষোভ মিছিল রাঙামাটি পৌর চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সামনে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন অধ্যাদেশ সংসদে পাশ না করতে সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, বাঙ্গালীদের দাবী মানা হলে পাহাড়ে ভূমি নিয়ে আরো অন্তোষ বৃদ্ধি পাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত