রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী রাঙামাটি শহরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যূৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার সকালে রাঙামাটি বিদ্যূৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদারসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈঠককালে তিনি এ আহবান জানান।
মেয়রের সাথে বৈঠককালে রাঙামাটি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার মেয়রকে বলেন, রাঙামাটিতে বিদ্যুতের আশানুরুপ উৎপাদন থাকলেও ট্যাকনিকেল সমস্যার কারনেই শহরে লোডশেডিং হচ্ছে।
তিনি আরো জানান, রাঙামাটির বিভিন্ন সঞ্চালন লাইনের তারগুলো পুরোনো হয়ে যাওয়ার কারনে সেসব সঞ্চালন লাইনে কারেন্ট সরবরাহ করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই সঞ্চালন লাইনের তার পরিবর্তন কার্যক্রম শুরু হওয়াতে লোডশেডিং হচ্ছে।
তিনি জানান, রাঙামাটিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রায় ৩৬ কিলোমিটার এলাকাজুড়ে সঞ্চালন লাইনের কারেন্টের তার পরিবর্তন কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় ১০ কিলোমিটার এলাকায় সঞ্চালন লাইনের তার পরিবর্তন করা হয়েছে। বাকীগুলো পরিবর্তন কাজ চলছে।
পৌরসভা মেয়রের বিভিন্ন প্রশ্নের জবাবে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার আরো জানান, বর্তমানে যে সঞ্চালন লাইন রয়েছে তাতে রাঙামাটির বিদ্যুৎ চাহিদার ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সম্ভব হলেও রাঙামাটিবাসীর বিদ্যুতের বেশী চাহিদা মিটানোর জন্য সঞ্চালন লাইনে বর্তমানে যে সংস্কার করা হচ্ছে তাতে ভবিষ্যতে ১০ মেগাওয়াটের জায়গায় ২০ মেগাওয়াট চাহিদা পূরন সম্ভব । তাই বর্তমানে বিদ্যুৎ নিয়ে শহরবাসী কিছুটা সময় কষ্ঠ পেলেও সঞ্চালন লাইনের সংস্কার কার্যক্রম শেষ হলে লোডশেডিং মুক্ত রাঙামাটি আমরা উপহার দিতে পারব।
এসময় রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, রাঙামাটিতে যথেষ্ট পরিমান বিদ্যুৎ উৎপাদিত হলেও পৌরবাসী বিদ্যুৎ বঞ্চিত হবে এটা মেনে নেয়া যায় না।
তিনি বিদ্যুৎ কর্মকর্তাদের বলেন, যতরকম সমস্যাই থাকনা কেন তা অচিরেই সমাধান করে রাঙামাটিতে লোডশেডিং মুক্ত করতে হবে।
মেয়র বলেন,পার্বত্যবাসীর অনেক ত্যাগের ফলেই কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। পার্বত্যবাসীর ত্যাগের বিষয়টি মাথায় রেখে তৎকালীন সময়ে পার্বত্যবাসীকে বিদ্যুৎ নিয়ে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা মাথায় রেখে কাজ করতে তিনি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অনুরোধ জানান।
কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে মেয়র বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের সাথে আরো একটি বৈঠকে মিলিত হন। কর্মচারীদের সাথে বৈঠককালে পৌর মেয়র শহরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সহযোগীতা করতে কর্মচারীসহ অন্যান্য নেতৃবেৃন্দর প্রতি আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.