বান্দরবানে প্রতারণার অভিযোগে এক সাংবাদিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়েছে।
গেল বুধবার রাতে শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই সাংবাদিককে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়,অভিযোগের ভিত্তিতে মাই টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি রতন কান্তি দে’কে গেল বুধবার রাত সাড়ে দশটার দিকে শহরের নিজ বাসা থেকে আটক করা হয়েছে। পুলিশ সূত্র আরো জানায়, তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
অভিযোগকারী মো: শাহেদুল ইসলাম জানান, তার বাড়ি বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং এলাকায়। গেল কয়েক মাস আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহন করেন। পার্বত্য জেলা পরিষদ অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। চাকুরী পাইয়ে দেওয়ার নিশ্চয়তার প্রলোভন দেখানো হয় তাকে।
চাকুরী পাওয়ার আশায় তিনি মাই টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি রতন কান্তি দে’র কাছে সাত দফায় ৩ লাখ ২৯ হাজার টাকা প্রদান করেন। চলতি বছর গেল জুলাই মাসের ৩১ তারিখে নগদে জেলা পরিষদের গেইটে এক লাখ টাকা ওই সাংবাদিককে প্রদান করেন। এরপর গেল আগস্ট মাসের নয় তারিখে সর্বশেষ ৫০ হাজার টাকা দেন। চাকুরী দেওয়ার প্রলোভ দেখানো হলেও তিনি চাকুরী পাননি। টাকা ফেরত দেওয়ার কথা বলা হলে ওই সাংবাদিক টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এতে বাধ্য হয়ে তিনি জেলা সদর থানায় গত বুধবার অভিযোগ দায়ের করেন।
তবে মাই টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি পরিচয় দানকারী সাংবাদিক রতন কান্তি দে অভিযুক্তের অভিযোগ অস্বীকার করে জানান, তিনি চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে কারোর কাছ থেকে কোনো টাকা আদায় করেননি। তাকে ফাঁসানোর উদ্দেশ্যে উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।
সদর থানার এসআই কৃষ্ণ জানান, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। চাকুরী নিয়ে টাকা নেওয়ার বিষয়টি উভয়ের কথোপকথন মোবাইলে রেকর্ডে রয়েছে। অভিযোগে ভিত্তিতে ওই সাংবাদিককে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট আদালত হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সদর থানায় মামলা হয়েছে। যার মামলা নং ৩।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.