পুলিশ`ই জনতা, জনতাই পুলিশ" এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার কাপ্তাইয়ে পুলিশিং ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাফিউল সরোয়ার । কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুচাইন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়্যারম্যান দিলদার হোসেন, মহিলা ভাইস চেয়্যারম্যান নুরনাহার বেগম,উপজেলার নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কণর্ফুলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন এবং ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। থানার উপপরিদর্শক শেখ ফরিদের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রন্জন কুমার সামন্ত। সভায় বিভিন্ন স্থরের জনপ্রতিনিধি, হেডম্যান, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্হিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাফিউল সরোয়ার তার বক্তব্যে জনগণ এবং পুলিশকে ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে সন্ত্রাসী এবং জঙ্গীবাদ নির্মুলের আহব্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.