রাঙামাটি পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন-কে সকল পদ থেকে অব্যাহতি প্রদান

Published: 08 Oct 2016   Saturday   

রাঙামাটি পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন কে সংগঠনের দলীয় নিয়ম শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের  জন্য সংগঠনের দায়িত্বরত সকল পদ-পদবী ও তার সাংগঠনিক সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া  হয়েছে।

 

শনিবার  ছাত্রলীগের  জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সূজন ও সাধারন সম্পাদক প্রকাশ চাকমার  যৌথ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, শনিবার বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় রাঙামাটি পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন-কে সংগঠনের দলীয় নিয়ম শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের  জন্য সংগঠনের দায়িত্বরত সকল পদ-পদবী ও তার সাংগঠনিক সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার যে কোন অনৈতিক কর্মকান্ডের জন্য রাঙামাটি জেলা ছাত্রলীগ দায়ভার বহন করবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত