কাউখালীতে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন, আটক-২

Published: 08 Oct 2016   Saturday   

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় সন্ত্রাীদের ছুরির আঘাতে ফজল হক (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।  এরা হল থুইসি মারমা (২৫) ও সাইন মারমা (২৬)। শনিবার বিকেলে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

 

পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মিলন কান্তি পালিত জানান, স্থানীয় বাসিন্দা ফজল হক (৬০) মুরগি বিক্রি করে দুপুরের দিকে বাড়ী ফিরছিলেন। এসময় হলুদিয়া পাড়া নামক স্থানে অজ্ঞাত দুই ী ছিনতাইকারী যুবক গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধ্বস্তাধস্তির এক পর্যায়ে ওই দুই যুবক ফজল হকের গলায় ছুরিকাঘাত করে মুরগি বিক্রির বারোশ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

 

এতে তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে দীর্ঘ সময় পড়ে থাকলেও বিকাল তিনটার দিকে স্থানীয় এক ব্যক্তি ফজল হককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশিদের খবর দেন। পরে স্থানীয়রা মুহুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্য সাতটার দিকে অতিরিক্ত রক্তক্ষরনের কারণে ফজল হকের মৃত্যু হয়।

 

এ ঘটনা জড়িত সন্দেহে বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগীতায় স্থানীয়রা দুই যুবক থুইসি মারমা ও সাইন মারমাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এদের দুজনের বাড়ি একই ওয়ার্ডের ডায়লং পাড়া এলাকায়।

 

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত