ভূমি কমিশন আইন পাসের প্রতিবাদে ১৩ ও ১৬ অক্টোবর তিন পার্বত্য জেলায় হরতাল ডেকেছে পাঁচ বাঙ্গালী সংগঠন

Published: 09 Oct 2016   Sunday   

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০১৬ জাতীয় সংসদে পাসের প্রতিবাদে এবং বান্দরবানের বাঙ্গালী নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে আগামী ১৩ ও ১৬ অক্টোবর তিন পার্বত্য জেলায় হরতাল ডেকেছে পাঁচ বাঙ্গালী সংগঠন । 

 

পার্বত্য গণ পরিষদের মহাসচিব এডভোকেট মোহাম্মদ আলম খানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রোববার ঢাকায় অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাঁচ বাঙ্গালী সংগঠনের আহবায়ক, পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব আলকাছ আল মামুন ভূঁইয়া । 

এতে উপস্থিত ছিলেন পার্বত্য সমধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কামাল, পার্বত্য গণ পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদার, পার্বত্য গণ পরিষদের মহাসচিব এডভোকেট মোহাম্মদ আলম খান, পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ রাজু, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাব্বির আহমেদ, সাধারন সম্পাদক সরোয়ার জাহান খান,পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি আফছার হোসেন রনি , সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মুন্না তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান।


প্রেস বার্তায় দাবী করা হয়, জরুরী সভায় সরকার গেল ৬ অক্টোবর জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০১৬ পাস করায় পাঁচ বাঙ্গালী সংগঠন নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন।

 

সভায় নেতৃবৃন্দ বলেন, এ ভূমি কমিশন পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী এবং পাহাড়ীদের মুখোমুখি দাড় করিয়ে। ইতোমধ্যে দ্বন্ধ সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে । তাই এ আইন শীঘ্রই বাতিল এবং বান্দরবানের পাঁচ সংগঠনের শীর্ষ নেতা, পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমান মুক্তির দাবী জানান।


সভায় শনিবার থেকে তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরন এবং কালো পতাকা উত্তোলন এবং ১৩ অক্টোবর সকাল ৬টা থেকে ১৪ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা এবং ১৬ অক্টোবর সকাল ৬টা থেকে ১৭ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত মোট ৪৮ ঘন্টা হরতালের কর্মসূচি ঘোষনা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত