খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শ্রমিকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Published: 12 Oct 2016   Wednesday   

বর্ণাঢ্য র‌্যালী,কেক কাটা,পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে  বুধবার খাগড়াছড়িতে শ্রমিকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী  পালিত হয়েছে।

 

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুন্নবীর সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাহেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সফি, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক দিদারুল আলম, শ্রম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন পাঠোয়ারী,জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা কর্মান্ডার মো: রইস উদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: জাহির উদ্দিন ফিরোজ প্রমূখ।

 

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, ফোরকান হোসেন,পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব শাহাব উদ্দিন সরকার,কৃষকলীগের আহবায়ক আবুল কাশেম,সেচ্ছা সেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,পৌর যুবলীগের আহবায়ক আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের মাঈনুল ইসলাম,কোরবান আলী,হৃদয় মারমাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

 

এর আগে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা করেন। পরে সকাল এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্য্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায় দলীয় নেতাকর্মীরা।

 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, এদেশে জঙ্গিবাদের চক্রান্ত কোন দিন সফল হবে না। কারণ জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকার কারণে বর্তমানে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর খুনীসহ যুদ্ধ অপরাধীদের বিচারের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী এ দেশের একটি কলঙ্কময় অধ্যয় সমাপ্তি কাজে সফল হয়েছে। তিনি আগামী দিনের যে কোন আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত