বুধবার রাঙামাটিতে এসএমই খাতে সমস্যা ও সম্ভাবনা এবং ব্যাংক সমূহের দায়বদ্ধতা প্রেক্ষিত মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ও উদ্যোক্তা উন্নয়ন পরিষদের আয়োজনে আশিকা সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ট জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
আশিকার নির্বাহী পরিচালক ও রাঙামাটি নাসিব এর সভাপতি বিপ্লব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহ-ব্যবস্থাপক এসএম মহসিন, রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বেলায়েত হোসেন বেলাল, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই এবং স্পেশাল বিভাগের মহা ব্যবস্থাপক স্বপন কুমার রায়।
অনুষ্ঠান পরিচালনা করেন আশিকার কর্মকর্তা এ্যাডভোকেট কক্সী চাকমা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠান প্রধান, উদ্দ্যেক্তা,শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্ত্যব্যে জেলা প্রশাসক বলেন, পাহাড়ের ক্ষুদ্র ও সকল উদোক্তাদের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ব্যাংক নামে ব্যাংক হওয়া প্রয়োজন। এ এলাকার উদোক্তাদের সহজ শর্তে ঋণ গ্রহনের জন্য যদি আলাদা নীতিমালা করতে হয় বাংলাদেশ ব্যাংককে সে বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি আরো বরেন,সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে অনেক আগ্রহী ও আন্তরিক। এখানে বিভিন্ন উন্নয়নের পাশাপাশি সরকার শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও অন্যান্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। তিনি পার্বত্য চট্টগ্রামের সকল উন্নয়নে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান।
হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.