হরতালের সমর্থনে খাগড়াছড়িতে ৫ বাঙালী সংগঠনের মিছিল-সমাবেশ

Published: 12 Oct 2016   Wednesday   

হরতালের সমর্থনে বুধবার খাগড়াছড়িতে মিছিল করছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী-২০১৬ বাতিল ও আলুটিলায় বিশেষ পর্যটন জোন বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে তিন পার্বত্য জেলা বৃহস্পতিবার ও রবিবার ৪৮ ঘণ্টার ৫ বাঙ্গালী সংগঠন এ হরতালের ডাক দেয়। 

 

শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আাসাদ উল্লাহর সভাপতিত্বে নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির খাগড়াছড়ি জেলা কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি কলেজ কমিটির সহ-সভাপতি মো: জাকারিয়া প্রমুখ।


এর আগে হরতাল সমর্থনে মিছিলটি খাগড়াছড়ি জেলার সদরের টাইন হল থেকে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালীদের স্বার্থে আহুত ৪৮ ঘন্টার হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালনে সহযোগিতা জানান।


প্রসঙ্গত: বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এবং রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ঘন্টা হরতালের ডাক দেয় ৫ বাঙালী সংগঠন। সংগঠনগুলো হল পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ, সমাধিকার ছাত্র আন্দোলন, পার্বত্য ছাত্র ঐক্য পরিষদ ও পার্বত্য গণপরিষদ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত