আওয়ামীলীগের ২০তম জাতীয় সন্মেলন সফল করতে খাগড়াছড়িতে প্রস্তুতি সভা

Published: 14 Oct 2016   Friday   

আওয়ামীলীগের ২০তম জাতীয় সন্মেলন সফল করতে শুক্রবার খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগ ও সকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদকদের সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কদমতলীস্ত পার্বত্য জেলা পরিষদ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত বিশেষ প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া,উপদেষ্টা সদস্য নুর ন্নবী চৌধুরী,সহ-সভাপতি চাইথোই অং মারমা,সহ-সভাপতি সমির দও চাকমা,উপদেষ্টা সদস্য একে এম আলিম উল্ল্যা.সহ-সভাপতি বীর কিশোর চাকমা অটল ,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী জেলা আওয়ামীলীগের উপদেষ্টা জাফর আহম্মদ উপস্থিত ছিলেন ।

 

সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদকরা বক্তব্য রাখেন । 

 

সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য খাগড়াছড়ি জেলায় সরকারের সার্বিক উন্নয়ন কর্মকান্ড জনগনের কাছে তুলে ধরতে জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ ও সকল সহযোগী সংঘঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

 

সভায় বক্তারা খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বহিস্কৃত একটি গ্রুপ দলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে  উল্লেখ করে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান।

 

সভায় আগামী ২২ ও ২৩ অক্টোবর জাতীয় সন্মেলন সফল করতে প্রতিটি উপজেলায় সরকারের সফলতা তুলে ধরতে ব্যাপক প্রচার প্রচারনা আনন্দ র‌্যালী করার সিদ্বান্ত নেওয়া হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময়ে পার্বত্য চটগ্রামের দীর্ঘ দিনের সংঘাত অবসান করে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে পাহাড়ি বাঙালীর সম্প্রীতি রক্ষা ও পাহাড়ের উন্নয়ন সাধিত হচ্ছে ।

 

তিনি আরো বলেন বর্তমান সরকারের সময়ে পাহাড়ে পর্যটন শিল্পের বিকাশ,সড়ক যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হচ্ছে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত