কল্পনা চাকমা অপহরণ ঘটনার তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান

Published: 16 Oct 2016   Sunday   

দেশ-বিদেশে বহু আলোচিত কল্পনা চাকমা অপহরণ বিষয়ে আদালতে রাঙামাটি পুলিশ সুপার কর্তৃক প্রদত্ত চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে হিল উইমেন্স ফেডারেশন। সংগঠনের পক্ষ  থেকে পূর্বের তদন্ত প্রতিবেদনগুলোর মতোই পুরোপুরি সাজানো। যা অত্যন্ত নিন্দনীয় এবং স্পষ্টতই চিহ্নিত অপরাধীদের রক্ষার অপচেষ্টা ছাড়া কিছুই নয় বলে দাবী করা হয়েছে।

 

রোববার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিনাকি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ প্রত্যাখানের কথা বলা হয়েছে।

 

প্রেস বার্তায়  দাবী করা হয়,  ঘটনার পর থেকেই সরকার ও  প্রশাসনযন্ত্রের পক্ষ থেকে অপহরণকারীদের রক্ষার মরিয়া চেষ্টা লক্ষণীয়। অপহৃতদের একজন কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমার সাক্ষ্যসহ অভিযুক্তদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও শক্তিশালী সাক্ষ্যপ্রমাণ ও আলামত থাকা সত্ত্বেও তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় না এনে সরকার এটাই প্রমাণ করেছে যে, তারা পার্বত্য চট্টগ্রামে আইনের শাসন ও সংবিধান-স্বীকৃত মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আগ্রহী নয়। প্রত্যক্ষ সাক্ষ্যপ্রমাণ থাকা সত্ত্বেও কল্পনা চাকমার অপহরণকারীদের রক্ষা করে চলেছে।’

 

প্রেস বার্তায় অপহরণের জন্য লে: ফেরদৌসহ অন্যান্যদের দায়ী করে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের জনগণ তদন্ত কর্মকর্তা রাঙামাটির পুলিশ সুপারের রিপোর্ট কখনই মেনে নেবে না এবং দেশের গণতান্ত্রিক শক্তির নিকটও তা গ্রহণযোগ্য হবে না।

 

 প্রেস বার্তায়  অবিলম্বে কল্পনা চাকমা অপহরণ ঘটনার সাথে জড়িতদের  গ্রেফতার করে বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি প্রদান এবং তাদের জবানবন্দীর ভিত্তিতে কল্পনা চাকমাকে দ্রুত উদ্ধারের দাবি জানানো হয়েছে।

 

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনা গ্রাম থেকে অজ্ঞাতনামা দৃস্কৃতকারীরা কল্পনা চাকমা অপহৃত হন। সিআইডির দেয়া চুড়ান্ত প্রতিবেদন প্রত্য্যাখান করে আদালত মামলার পুনঃতদন্তের জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত