রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

Published: 18 Oct 2016   Tuesday   

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদের মাসিক সভার আয়োজন করা হয়।

 

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত পরিষদের অক্টোবর মাসের মাসিক সভায় সভাপতিত্ব করেন  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।  

 

পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্যরাও ছাড়াও  সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমাসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

 

সভায় সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা জানান, জেলা ও বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য বিভাগের জায়গা অবৈধ দখলদাররা দখল করছে। এ বিষয়ে করণীয় সম্পর্কে সভার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এছাড়া কনসালট্যান্ট, মেডিকেল অফিসার ও নার্সের শূণ্যপদ পূরণের লক্ষ্যে মন্ত্রণালয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে তিনি সভাকে অবহিত করেন।

 

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, দেশে চলতি মাসের ১২ তারিখ হতে আগামী ০২নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ শিকার, মজুদ ও বিক্রীর উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। সভায় হস্তান্তরিত অন্যান্য বিভাগের কর্মকর্তাগণ তাদের বিভাগের স্ব স্ব কার্যক্রম উপস্থাপন করেন।

 

সভাপতির বক্তব্যে  জেলা পরিষদ চেয়ারম্যান শিক্ষার মানোন্নয়নে জেলা ও প্রত্যেক উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শনের উপর গুরুত্বারোপ করেন।

 

তিনি বলেন, নিয়মিত পরিদর্শনের ফলে এ জেলার শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের সমস্যাগুলো সহজে সমাধানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, প্রত্যেক ধর্মের রীতি-নীতি অনুযায়ী মানুষের উপকার করাই মানুষের মূল ধর্ম।

 

তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রতিটি কর্মকর্তাকে নিজ নিজ অবস্থানে থেকে এ জেলার বসবাসরত মানুষের কল্যাণে কাজ করার জন্য আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত