রাঙামাটিতে ডাকা হরতাল অপাতত স্থগিত

Published: 18 Oct 2016   Tuesday   

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সংশোধনী আইন সংসদে পাসের প্রতিবাদসহ তিন দফা দাবীতে বুধবার রাঙামাটিতে হরতাল পালন নিয়ে অবশেষে সংশয় কেটে গেছে। অপাতত রাঙামাটিতে হরতাল স্থগিত করা হয়েছে।


মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমের কাছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা সাব্বির আহম্মেদ ও জেলা সভাপতি মোঃ ইব্রাহিম জানান, আওয়ামীলীগের কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে রাঙামাটি জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা ও বৌদ্ধ ধর্মলিম্বীদের কঠিন চীবর দানোৎসব থাকায় তাদের অনুরোধে রাঙামাটি জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি অপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ হরতালের কর্মসুচি জানানো হবে।


এদিকে, মঙ্গলবার পার্বত্য গণ পরিষদের মহাসচিব এ্যাডভোকেট আলম খানের পাঠানো এক প্রেস বার্তায় দাবী করা হয়, সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল, খাগড়াছড়ির আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্প বাতিলের প্রতিবাদে এবং বান্দরবানে গণ পরিষদ নেতা আতিকুর রহমানের মুক্তির দাবীতে রাঙামাটি ও বান্দরবান জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। হরতালের তারিখ পরির্বতনের কোন প্রকার হেরফের হবে না। এছাড়া একই দাবীতে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।


প্রেস বিজ্ঞপ্তিতে আরো দাবী করা গেল ১৬ অক্টোবর তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ডাকা হলেও বৌদ্ধ সম্প্রদায়ের প্রাবরণা পূর্ণিমা থাকায় কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছিল। পাচঁ বাঙালী সংগঠনগুলো হল পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য সম অধিকার ও পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত