রাঙামাটির গণ পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকোমল চাকমাকে আটক করেছে দুদক

Published: 18 Oct 2016   Tuesday   

রাজউকের দুর্নীতি মামলায় রাঙামাটির গণ পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকোমল চাকমাকে মঙ্গলবার রাতে জেলা দুর্নীতি দমন কমিশন(দুদক)  আটক করেছে বলে জানা গেছে।


জানা যায়,মঙ্গলবার রাতে শহরের তবলছড়ির টেক্সটাইল মার্কেটে কেনাকাটা করছিলেন রাঙামাটির গণ পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকোমল চাকমা। এসময় জেলা দুর্নীতি  দমন কমিশনের কর্মকর্তারা তাকে আটক করেন।

 

পরে তাকে রাঙামাটি কতোয়ালী থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে রাজউকের দুর্নীতি মামলা রয়েছে বলে জেলা দুদকের কর্মকর্তারা জানিয়েছেন।

 

রাঙামাটি কতোয়ালী থানার সেকেন্ড অফিসার এআই লিমন বোস  আটকের কথা নিশ্চিক করে জানান, সুকোমল চাকমা বিরুদ্ধে  রাজউকের দুর্নীতির বিষয়ে ঢাকার বনানী থানায় রয়েছে। বর্তমানে তাকে কতোয়ালী থানার কাষ্টরীতে রাখা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত