রাঙামাটিতে আওয়ামীলীগের যৌথ বর্ধিত সভা

Published: 19 Oct 2016   Wednesday   
no

no

আওয়ামীলীগের ২০তম কেন্দ্রীয় কাউন্সিলকে সফল করতে বুধবার রাঙামাটিতে জেলা আওয়ামীলীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনিষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক  প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। সভায় বক্তব্যে দেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, সাধারণ সম্পাদক মোঃ মুছা মাতব্বরসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সভায় জেলার ১০ উপজেলার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত