খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামছুল হকসহ দু’জনের বিরুদ্ধে মাটিরাঙা থানায় সাধারণ ডায়েরী(জিডি) করেছেন নিজ দলীয় লোকেরা।
গেল বৃহস্পতিবার সন্ধ্যায় মাটিরাঙা থানায় মাটিরাঙা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামছুল হক এবং মাটিরাঙা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিনের বিরুদ্ধে শারিরীক ভাবে লাঞ্ছিত ও হত্যার হুমকির অভিযোগে সাধারণ ডায়েরী করেন মো: মোতাহের হোসেন ভূইঁয়া ও মো: আতাউর রহমান নামে দুই আওয়ামীলীগ কর্মী।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়র ও এক যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় একটি জিডি হয়েছে। জিডি অভিযোগ মাত্র। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.