কাউখালীতে ২০ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ জব্দ

Published: 29 Oct 2016   Saturday   

রাঙামাটির কাউখালী উপজেলা সদরের একটি করাত কল থেকে পাচারের জন্য মজুদকৃত প্রায় চারশতাধিক ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করেছে বন বিভাগ।

 

স্থানীয় সেনাবাহিনীর সহায়তায় বন বিভাগ বৃহস্পতিবার মধ্যরাত অভিযান চালিয়ে এ কাঠ উদ্ধার করে। এসব গোল কাঠের বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা হবে বলে দাবী করেছেন খাসখালী বিট কর্মকর্তা নুর হোসেন। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

কাউখালীর খাসখালী রেঞ্জের বিট অফিসার নুর হোসেন জানান, পাচারের জন্য এসব চোরাই কাঠ মজুদ করা হয়েছিল। তবে আটককৃত এসব কাঠের মালিকানা কেউ স্বীকার না করায় অজ্ঞাত নামা ব্যক্তির নামে বন আইনে মামলা দায়ের করার প্র¯‘তি চলছে। বৃহস্পতিবার মধ্যরাতে আটককৃত এসব কাঠ শুক্রবার দুপুরে ট্রাক বোঝাই করে কলমপতি বিট কার্যালয়ে নেয়া হয়েছে। শুক্রবার গননা শেষে প্রায় পাঁচশত বিশ পিস সেগুন কাঠ আটকের কথা জানায় বন বিভাগ। যার বাজার মূল্য বিশ লক্ষ টাকা ছাড়াবে বলে জানিয়ে সংশ্লিষ্ট বন বিভাগ।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, বনবিভাগসহ প্রশাসনের সব মহলকে ম্যানেজ করেই তাঁরা ব্যবসা করে আসছিলেন। হঠাৎ করে এমন অভিযান চালানো হবে জানলে এই বিপুল পরিমাণ কাঠ মজুদ করতেন না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত