ভুমি কমিশনের বৈঠক বাতিলের দাবীতে রোববার রাঙামাটি ও খাগড়াছড়িতে সড়ক অবরোধ পালিত হবে

Published: 29 Oct 2016   Saturday   

রোববার রাঙামাটি ও খাগড়াছড়ি সকাল-সন্ধ্যা সড়ক পথ অবরোধ পালিত হবে বলে নিশ্চিত করেছেন পার্বত্য গণ পরিষদসহ ৫ বাঙালী সংগঠনের নেতারা। সংশোধিত পার্বত্য ভূমি বিষ্পত্তি কমিশন আইন বাতিল ও  ভুমি কমিশনের বৈঠক বাতিলের দাবীতে এ অবরোধ কর্মসূচি ডাকা হয়। 

 

পার্বত্য গণ পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ৫ সংগঠনের প্রচার বিভাগের মহাসচিব অ্যাডভোকেট আলম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সংশোধিত পার্বত্য ভূমি বিষ্পত্তি কমিশন আইন বাতিল ও  ভুমি কমিশনের বৈঠক বাতিলের দাবীতে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় রোববার সকাল-সন্ধ্যা সড়ক পথ অবরোধ কর্মসূচি পালিত হবে। ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্ষন্ত এ সড়ক পথ অবরোধ কর্মসূচি চলবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত