রাঙামাটিতে পার্বত্য ভূমি কমিশনের বৈঠক চলছে

Published: 30 Oct 2016   Sunday   

পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিরসন কল্পে গঠিত পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক রোববার রাঙামাটি সার্কিট হাউজে চলছে। 

 

এদিকে পার্বত্য ভূমি কমিশন আইন বাতিল ও বৈঠকের প্রতিবাদে পার্বত্য গণপরিষদসহ ৫ বাঙালী সংগঠনের ডাকে রাঙামাটিতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শান্তিপূর্নভাবে পালিত হচ্ছে।


রাঙামাটি সার্কিট হাউজে অনুষ্ঠিত রোববার সকাল ১১টা থেকে পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক চলছে। বৈঠকে সভাপতিত্ব করছেন পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক। বৈঠকে কমিশনের ৯ সদস্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা), চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোমিনুর রশিদ আমিন, চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী, বোমাং সার্কেল চীফ উ চ প্রু চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতা চাকমা, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লাসহ কমিশনের ৮ সদস্য বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকের অপর সদস্য খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী যোগ দেননি।


বৈঠকে পাহাড়ের ভূমি বিরোধ সম্পর্কিত জমা পড়া আবেদন পত্রের যাচাই বাছাই সহ কমিশনের পরবর্তী কর্মপন্থা নিরুপণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে বৈঠক সুত্রে জানা গেছে।


এদিকে, পার্বত্য ভূমি কমিশন বাতিলের দাবীতে ও কমিশনের বৈঠকের প্রতিবাদে রোববার রাঙামাটি সকাল থেকে পার্বত্য গণপরিষদসহ ৫ বাঙালী সংগঠনের ডাকে রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। শহরে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হয়েছে। তবে অবরোধ সমর্থনে রাঙামাটি শহরে পিকেটারদের কোথাও দেখা যায়নি। অবরোধের সময় কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


উল্লেখ্য, গেল ১ আগস্ট ‘পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬’ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। ৬ অক্টোবর জাতীয় সংসদে সংশোধিত বিল আকারে পাস করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত