পার্বত্য গণপরিষদসহ ৫বাঙালী সংগঠনের ডাকে রাঙামাটিতে সড়ক পথ অবরোধ পালিত

Published: 30 Oct 2016   Sunday   
no

no

সংশোধিত পার্বত্য ভূমি বিষ্পত্তি কমিশন আইন বাতিল ও  ভুমি কমিশনের বৈঠকের প্রতিবাদে পার্বত্য গণপরিষদসহ  ৫ বাঙালী সংগঠনের ডাকে  রোববার  রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক পথ অবরোধ শান্তিপূর্নভাবে পালিত হয়েছে।

 

অবরোধের কারনে অভ্যন্তরীন ও দুরাপাল্লার সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। শহরের গুরুত্বপূর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। তবে অবরোধ অহবানকারীদের রাস্তায় অবরোধ চলাকালে কাউকে দেখা যায়নি।

এদিকে, পার্বত্য গণ পরিষদ কেন্দ্রীয়  কমিটি ।দপ্তর  বিষয়ক সচিব, আ্যডভোকেট আবু হেনা মো¯তাফা কামালের স্বাক্ষরিত এক প্রেস বার্তায়  রাঙামাটি ও খাগড়াছড়ী জেলায় পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙ্গালি ছাত্র ঐক্য পরিষদসহ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমধিকার আন্দোলন, পার্বত্য বাঙ্গালি ছাত্র  পরিষদের  ডাকে শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ পালন করায় পার্বত্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। 

 

প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটি জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, ভূমি কমিশন চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হক সর্বশেষ সরকারের উপদেষ্টা গওহর রিজভীর সাথে বৈঠক করে পার্বত্যবাসীর জন্য আশ্বাস ছাড়া আর কিছুই পাইনি । এ অবস্থায় আন্দোলন ছাড়া পার্বত্যবাসীর জন্য আর কোন পথ খোলা নেই। 

 

প্রেস বার্তায়  কঠোর আন্দেলনের প্রন্তুতি গ্রহনের আহবান জানিয়ে  বলা হয় এই আইনের মাধ্যমে ,পার্বত্য বাঙ্গালিদের বন্দোবস্তীকৃত ভূমির বন্দোবস্তী বাতিল বা দখলকৃত ভূমি হতে বাঙ্গালিদের উচ্ছেদ করতে পারবে কমিশন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত