কাউখালীতে ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

Published: 01 Nov 2016   Tuesday   

রাঙামাটির কাউখালী উপজেলার কাশখালী গ্রামে এক গৃহকর্তা কর্তৃক ৬ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

 

ঘটনার এক দিন পর বিষয়টি ধামাচাপা দিতে মীমাংসার নামে স্থানীয় ইউপি সদস্যর চা দোকানে বৈঠক বসানো হলেও সাংবাদিকদের উপস্থিতি দেখে কথিত বৈঠক ভন্ডুল হয়ে যায়।

 

অভিযোগে জানা যায়, রাঙামাটির কাউখালী উপজেলার কাশখালী গ্রামে গত শুক্রবার ইকবাল হোসেনের স্ত্রী দুই কন্যাকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে যান। ভাগিনী সম্পর্কিত এক কিশোরীকে বাড়ীতে একা ফেলে রেখে যান। কিশোরী বাড়ীতে একা থাকায় প্রতিবেশি ঘরের গৃহবধু তার প্রথম শ্রেণিতে পড়–য়া ৬ বছরের শিশুকে কিশোরী সঙ্গে রাতে থাকতে পাঠান। কিন্তু আচমকাই রাত দেড়টার দিকে বাড়ি ফিরেন গৃহকর্তা ইকবাল হোসেন। এতে ইকবাল হোসেন সুযোগ বুঝে শিশুটিকে ঘুম থেকে তুলে নিজের কক্ষে নিয়ে রাতভর চালান যৌন নিপিড়ন।

 

শিশুটির মা ও বাবা সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানিয়েছেন, প্রতিবেশী ইকবাল রাতে বাড়ি ফিরবে না বলেছিল তার স্ত্রী। তাই তার অনুরোধে ছয় বছরের শিশুকে পাঠানো হয়। কিন্তুু রাত দেড়টার দিকে ইকবাল বাড়ি ফিরে শিশুটিকে ঘুম থেকে তুলে অন্য কক্ষে নিয়ে গিয়ে রাতভর যৌন নিপীড়ন চালায়।  তারা ইকবালের বিচারের দাবী জানান।

 

এদিকে, ঘটনার এক দিন পর শিশুকে যৌন নিপীড়নের ঘটনার বিষয়টি ফাঁস  হয়ে যায়।  এক পর্যায়ে ঘটনাটি ধাপাচাপা দিতে উভয় পক্ষকে ডেকে মীমাংসার নামে গত সোমবার রাত ন’টার দিকে স্থানীয় ইউপি সদস্য মোঃ শরীফ গ্রামের একটি চা দোকানে বৈঠক বসান। খবর পেয়ে সাংবাদিককরা গেলে কথিত বৈঠক ভন্ডুল হয়ে যায়।

 

কাউখালী থানার ওসি আব্দুল করিম বিষয়টি অবগত নন জানালেও পরে বৈঠকস্থলে এএসআই মোয়াজ্জেম হোসেনকে পাঠান। তবে পুলিশের উপস্থিতি দেখে বৈঠকস্থল থেকে সটকে পড়ার ইঙ্গিত পেতেই লাপাত্তা হয়ে পড়ে অভিযুক্ত ইকবাল। অভিযোগ উঠেছে পুলিশকে ম্যানেজ করেই  ওই বৈঠক ডাকা হয়েছিল।

 

এদিকে, সাংবাদিকরা ঘটনাটি জানতে পারায় পুলিশ বাধ্য হয়ে জিজ্ঞাবাদের জন্য রাত সাড়ে দশটার দিকে মা-বাবাসহ শিশুটিকে কাউখালী থানা পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়। মঙ্গলবার সকালে শিশুটির জবানবন্দি গ্রহণ করার জন্য রাঙামাটির আদালতে পাঠিয়েছে।

 

ইউপি সদস্য মোঃ শরিফ জানান, অভিযোগ পেয়ে দুই পক্ষকে নিয়ে সামাজিক ভাবে সুরাহা করতেই বৈঠক ডেকেছিলেন।  কিন্তু পুলিশি হস্তক্ষেপে সেটা হয়ে উঠেনি।

 

কাউখালী থানার উপ-পরিদর্শক এএসআই মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে(নম্বর-১০, তারিখ-৩১/১০/২০১৬)। ইকবাল হোসেনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত