জাতীয় যুব দিবসে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

Published: 01 Nov 2016   Tuesday   

জাতীয় যুব দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে র‌্যালী,আলোচনাসভা,যুব ঋনের চেক, প্রশিক্ষনীদের সনদ ও চিত্রাংকন প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে।

 

 জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য চাঁন মুনি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শহিদ উল্লাহ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাবিব উল্ল্যা। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তর সদর উপজেলা কর্মকর্তা নূরুল আবছার।

 

পরে রাঙামাটি সদরের মৎস্য, ডেইরী ,সেলাই, গার্মেন্ট ও পোল্ট্রি প্রকল্পের জন্য ৭জন প্রশিক্ষণপ্রাপ্ত খামারীকে ৩লক্ষ ৭৬হাজার টাকার চেক ও ৪টি উন্নয়ন প্রতিষ্ঠান প্রধানদের ৮৫হাজার টাকার চেক এবং প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।

 

এর আগে একটি র‌্যালী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ  থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত্য অঞ্চলে মৎস্য ও মিশ্রফল চাষ করে এখন অনেকেই স্বাবলম্বী হয়েছে। এ অঞ্চলের ফল অন্য জেলায় ফরমালিনবিহীন ব্র্যান্ড ফল হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই যুবকরা মৎস্য ও মিশ্রফল চাষেও আগ্রহী হতে পারে। তিনি বলেন, দেশের একটি বড়শক্তি হচ্ছে যুবকরা। এদের বাদ দিয়ে দেশের সামগ্রীক উন্নয়ন সম্ভব নয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত