পানছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে এলাকাবাসী

Published: 02 Nov 2016   Wednesday   

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার পানছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালে ডেকেছে এলাকাবাসী।

 

বুধবার বিপুল চাকমার মা প্রয়াত নিরুদেবী চাকমা সাপ্তাহিকক্রিয়া অনুষ্ঠানে এক শোকসভায় এলাকাবাসী এ হরতালের ডাক দেয়।

 

বৌদ্ধ ধর্মীয় বিধান মতে প্রয়াত নিরুদেবী চাকমার সৎগতি কামনা করে নিরুদেবীর পরিবারের পক্ষ থেকে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ সামগ্রী দান করা হয়। ধর্মীয় অনুষ্ঠান শেষে এক স্মরণ সভার আয়োজন হয়।

 

অনুষ্ঠানে চেংগী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য পূর্ণ চন্দ্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, ইউপিডিএফ কেন্দ্রীয় কমিটির সদস্য নতুন কুমার চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক রতন স্মৃতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরুপা চাকমা, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক দ্বিতীয় চাকমা ও প্রয়াত নিরুদেবী চাকমার স্বামী সাবেক ইউপি সদস্য সুনয়ন চাকমা প্রমূখ।

 

বক্তারা পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযুক্ত করে বলেন, তিনি(ওসি) অসুস্থ মায়ের সামনে বিপুল চাকমাকে গালি-গালাজ ও গাড়ী থেকে টেনে হিজরে বের করে গ্রেপ্তার না করতেন তাহলে আজও বিপুল চাকমার মা বেচে থাকতেন। এমন অমানবিক আচরন দেখে বিপুর চাকমার অসুস্থ মায়ের শারিরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং সেদিন দিবাগত রাতে খাগড়াছড়ি সদর হাসপাতালে বিপুল চাকমা’র মা মৃত্যুর মূখে পতিত হন। এ মৃত্যুর পেছনে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়ী করে বক্তারা ওসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

এর আগে বক্তারা পিসিপি`র পানছড়ি উপজেলা কার্যালয় থেকে গ্রেপ্তারকৃত পিসিপি’র ৯ নেতাকর্মীর নিঃশর্ত মূক্তিরও দাবি জানান। এতে সাপ্তাহিকক্রিয়ায় অংশগ্রহণকারী সমবেত শতশত নারী-পুরুষ হরতালের প্রতি পূর্ণ সমর্থন দেন। এভাবে প্রয়াত নিরুদেবী চাকমার স্মরণ সভা হয়ে ওঠে প্রতিবাদ সভা।

 

এলাকাবাসীর পক্ষ থেকে পানছড়ি উপজেলা জীপ সমিতি, মালিক সমিতিসহ সকল স্তরের মানুষের প্রতি হরতাল পালন করার আহবান জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত