পিসিপি’র নেতা বিনয়ন ও অনিল চাকমাকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে ইউপিডিএফ

Published: 02 Nov 2016   Wednesday   

খাগড়াছড়িতে পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) কেন্দ্রীয় সহ-সভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমাকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউপিডিএফ।

 

ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা হয়, বুধবার খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভরস্থ ইউপিডিএফ কার্যালয়ে পিসিপি’র আয়োজিত সংবাদ সম্মেলন থেকে আইন-শৃংখলা বাহিনী কর্তৃক পিসিপি’র কেন্দ্রীয় সহ:সভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমাকে আটক করা হয়।


প্রেস বার্তায় পার্বত্য চট্টগ্রামে চলমান ধরপাকড় দমন-পীড়নকে ফ্যাসিবাদী শাসনের মূর্তরূপ আখ্যায়িত করে বলা হয়, গ্রেফতার নির্যাতন করে প্রতিবাদী জনতার কণ্ঠ রোধ করা যায় না। কোন অত্যাচারি শাসক দমন নীতি অবলম্বন করে বেশি দিন ক্ষমতায় টিকতে পারেনি।’



প্রেস বার্তায় আটককৃত পিসিপি নেতা বিনয়ন চাকমা, অনিল চাকমা ও বিপুল চাকমাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। অন্যথায় দমন-পীড়নের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত