পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার ডাকা হরতাল পানছড়ি উপজেলায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
হরতালে পানছড়ি-খাগড়াছড়ি, পানছড়ি- লোগাং, পানছড়ি-তবলছড়ি এবংকি স্থানীয় কোনো সড়কে যানবাহন চলাচল করেনি। পানছড়ি উপজেলার লোগাং বাজার হাটের দিন থাকলেও হরতালের সমর্থনের কারণে এলাকাবাসীরা বাজারে যাননি। হরতালের কারনে গ্রামের বাজারের দোকানপাত বন্ধ ছিল।
এদিকে, এলাকাবাসী সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসীর পক্ষে হরতাল আহবানকারী সাবেক ইউপি সদস্য পূর্ণ চন্দ্র চাকমা।
উল্লেখ্য, পিসিপি’র কেন্দ্রীয় সাধারন সম্পাদক বিপুল চাকমার মায়ের সাপ্তাহিকক্রিয়া অনুষ্ঠানে এক শোকসভায় এলাকাবাসীর পক্ষে তিনি হরতাল আহবান করেন। এতে স্মরণসভা উপস্থিত সকল স্তরের জনগণ হরতালের সমর্থন জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.