ভূমিকম্পের মোকাবেলা ও উদ্ধার তৎপরতার উপর শনিবার রাঙামাটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে এক মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফায়ার সার্ভিস কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত মহড়া অনুষ্ঠানে নেতৃত্ব দেন রাঙামাটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ গোলাম মোস্তফা। এসময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা,কর্মীরা ও ভোলিন্টয়াররা এ মহড়ায় অংশ নেন।
ঘন্টাব্যাপী এ মহড়া অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসের কর্মীরা কিভাবে ভবন থেকে আটকে পড়া লোকনজনকে উদ্ধার করতে হয়, আহত হলে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয়, আগুন কিভাবে নেভানো হয় ইত্যাদি বিষয়ে মহড়া দেওয়া হয়। এ মহড়া অনুষ্ঠান চলাকালীন স্থানীয় লোকজন দেখতে ভিড় জমায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.