কাপ্তাইয়ে সমবায়ী দিবস ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

Published: 05 Nov 2016   Saturday   

“সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপ্তাইয়ে শনিবার ৪৫ তম সমবায় দিবস ও এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।

 

উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ দাশ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত, উপজেলা ইউসিসিএ-এর চেয়ারম্যান শফিউল আলম খোকন, ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ ও সংবর্ধিত অতিথি, রাঙামাটি সংরক্ষিত মহিলা আসনের সাংসদের প্রতিনিধি ও কাপ্তাই কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ ইব্রাহিম খলিল।

 

বক্তব্য রাখেন, কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমূখী সমবায় সমিতির সভাপতি শাহাদাত হোসেন, নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী কবির আহম্মদ প্রমুখ। সভা শেষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে নির্বাচিত হওয়ায় মোঃ ইব্রাহিম খলিলকে সংবর্ধনাসহ ক্রেস্ট প্রদান করাহয়।

 

উল্লেখ্য, এর পূর্বে ইব্রাহীম খলিল উপজেলা ও রাঙামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে নির্বাচিত হয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআার.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত