খাগড়াছড়িতে নারীর প্রতি সহিংসতায় ভিকটিমের সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে কর্মশালা

Published: 06 Nov 2016   Sunday   

রোববার নারীর প্রতি সহিংসতায় ভিকটিম,ভুক্তভোগীদের সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সমূহের সমন্বিত উদ্যোগ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বেসরকারী উন্নয়ন সংস্থা খাগড়াপুর মহিলা কল্যান সমিতির উদ্যোগে ইউএনডিপির সহযোগিতায় খাগড়াছড়ি একটি বেরকারী কনভেশন সেন্টারে অনুষ্ঠিত প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশিপ্রু চৌধুরী অপু। খাগড়াপুর মহিলা কল্যান সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিরেন পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা,ইউএনডিপি রাঙামাটির প্রোগ্রাম অফিসার উচিমং মারমা। এছাড়া  অনুষ্ঠানে কারবারী,হেডম্যান,জনপ্রতিনিধি সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় নারীর প্রতি সহিংসতায় ভিকটিম,ভুক্তভোগেীদের সহযোগিতা কার্যক্রম কিভাবে দীর্ঘ মেয়াদী করা যায় এবং কোথায় কোথায় নারীর প্রতি সহিংতার বিষয়ে সেবা ও সহযোগিতা পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত