পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রজত জয়ন্তী উদযাপিত

Published: 06 Nov 2016   Sunday   

রোববার রাজধানী ঢাকায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রজত জয়ন্তী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সন্মাননা পদক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের অডিটরিয়ামে সংগঠনের ২৫বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক)।

 

সাহাদাৎ ফরাজির সাকিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়া ,বাংলাদেশ কল্যান পার্টির সহ-সভাপতি সহিদুল ইসলাম তামান্না, পার্বত্য নাগরিক পরিষদের মহাসচিব এড. এয়াকুব আলী চৌধুরী ,পার্বত্যগণ পরিষদের মহাসচিব এড. আলম খান , নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ রাজু, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা আবদুল হামিদ রানা,ও ইসমাইল নবী শাওন, বাঙ্গালী ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি সভাপতি আব্দুল মজিদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান খান, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান,ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো:মিজানুর রহমান সুমন,মো:নূরুল ইসলাম ছোটন,বিএনপি’র নেতা আশরাফ আলী মৃধা(টুটুল),সাংবাদিক মো:ফারুক আজম,আবুল কালাম এবং এনামুল হক প্রমুখ। এসময় পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ,বর্তমান পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও ৫ বাঙ্গালী সংগঠনের আহবায়ক আলকাছ আল মামুন ভুঁইয়া, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখার সভাপতি শাহাদৎ ফরাজি সাকিব এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান পার্বত্য নাগরিক পরিষদের মহাসচিব এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠান শেষে পার্বত্য চট্টগ্রাম নিয়ে স্বরচিত কবিতা আবৃতি করেন পার্বত্য নাগরিক পরিষদের নেত্রী, কবি ও লেখক ফাতেমা আক্তার রুনা।

 

অনুষ্ঠান শেষে মাসব্যাপী কর্মসূচির ঘোষনা দেওয়া হয়। কর্মসূচি হল আগামী ১২ নভেম্বর খাগড়াছড়ি জেলায়, ১৯শে নভেম্বর রাঙামাটি জেলায় এবং ২৫শে নভেম্বর বান্দরবান জেলায় মতবিনিময় সভা এবং ২৮ শে নভেম্বর প্রধানমন্ত্রীর বরাবর ভুমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন বাতিলের দাবীতে স্মারকলিপি প্রদান এবং ২ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা। 


প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) বলেন, পার্বত্যাঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের তুলনায় পাহাড়ে বাঙ্গালীরা দিন দিন পিছিয়ে পড়ছে । তিনি পার্বত্যাঞ্চলের বসবাসরত সকল জাতিস্বত্তার সমান অধিকার নিশ্চিত করার দাবি করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত