আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সকে সফল করতে রাঙামাটিতে প্রস্তুতি মূলক সভা

Published: 06 Nov 2016   Sunday   

সন্ত্রাস, জঙ্গীবাদ, উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধসহ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙামাটিসহ চট্টগ্রাম বিভাগের জনসাধারনের সাথে ভিডিও কনফারেন্স সফল করতে গেল রোববার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসন সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ  ফিরোজা বেগম চিনু, রাঙাামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা । এসময় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষকসহ সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

 

সভায় আগামী ১৯ নভেম্বর রাঙামাটি জেলাসহ দশ উপজেলা এবং সকল ইউনিয়নে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স কর্মসূচি সমাজের সর্বস্তরের জনগনের  ব্যাপক উপস্থিতির মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। একই সাথে জেলার সর্বত্র সন্ত্রাস এবং জঙ্গীবাদ বিরোধী প্রচারনা মূলক কর্মকান্ড পরিচালনা এবং সরকারের উন্নয়ন কর্মকান্ডের ব্যাপক প্রচারনার জন্য সিদ্ধান্ত  নেয়া হয়।

 

সভায় সকল প্রকার উস্কানী মূলক ফেইবুক স্টাটাস বিষয়ে জনগনকে সজাগ থাকার আহবান জানানো হয় এবং যারা উত্তেজনাকর এবং বিভ্রান্তি মূলক ফেসবুক স্টাটাস প্রদান করে বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি এবং এখানকার শান্তিপূর্ন ও সৌহার্দ্যময় পরিবেশ বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত