পিসিপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাসহ আটক নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবস্থান ধর্মঘট ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।
সকাল ১০ টা থেকে পানছড়ি উপজেলা পরিষদ চত্ত্বরে এ অবস্থান কর্মসূচী চলাকালে সমাবেশে চেংগী ইউপির সাবেক সদস্য পূর্ণ চন্দ্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন চেংগী ইউপির সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা।
সমাবেশ থেকে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর ৬ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। পানছড়ি উপজেলা নির্বার্হী কর্মকর্তার সিএ প্রতাপ চাকমা স্মারকলিপিটি গ্রহণ করেন।
উল্লেখ্য, গেল ২৩ অক্টোবর সকালে অসুস্থ মায়ের চিকিৎসা করাতে পানছড়ি থেকে গাড়ি যোগে চট্টগ্রাম যাচ্ছিলেন বিপুল চাকমা। এসময় পানছড়ির থানার সামনে গাড়ি থামিয়ে অসুস্থ মায়ের সামনে পুলিশ তাঁকে আটক করে। এতে তাঁর মা আরও গুরতর অসুস্থ হয়ে পড়লে তাঁর মাকে চট্টগ্রাম না নিয়ে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন দিবাগত রাত পৌনে তিনটা সময় চিকিৎসাধীন অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিরু দেবী চাকমা মারা যায়। আটক বিপুল চাকমার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় ১১টি ও পানছড়ি থানায় ২টি মামলা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.