দূরছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ

Published: 08 Nov 2016   Tuesday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার  সেনাবাহিনীর শিক্ষা উপকরন বিতরণ করা হয়।

 

খাগড়াছড়ি রিজিয়নের অধীনেস্থ লংগদু জোনের আওতাধীন দূরছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে  প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেনেন্ট তানজিমূল আনোয়ার খেদারমারা সরকারি প্রাথমিক বিদ্যাল য়ের ২৫জন ও খেদারমারা উচ্চ বিদ্যালয়ের ১৯ জন শিক্ষার্থরি মাঝে শিক্ষা উপকরন প্রদান করেন। 

 

এ সময় উপস্থিত ছিলেন, ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হায়দার শরীফ, খেদারমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন চাকমা, খেদারমারা ইউপি মেম্বার মঈন হোসেন মনির ও খেদারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বির্পশী চাকমা  প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে দূরছড়ি ক্যাম্প কমান্ডার তানজিমূল আনোয়ার বলেন, সম্প্রতি দূরছড়ি বাজারে অগ্নিকান্ডে এই সব শিক্ষার্থীদের অভিভাবকগণের বাজারে ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ার কারনে সেনাবাহিনীর পক্ষ হতে তাদের মাঝে এই সকল শিক্ষা উপকরন বিতরণ করা হচ্ছে।

 

খেদারমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন চাকমা বলেন,সেনাবাহিনী দূরছড়ি বাজারে অগ্নিকান্ড দূর্ঘটনার পর থেকে এই পর্যন্ত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণসহ এলাকার গরীব অসহায় মানুষের মধ্যে বিভিন্ন সময়ে সার্বিক সহযোগিতা করে থাকেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত