কাপ্তাইয়ে প্রাণী সম্পদ দপ্তরের নব নির্মিত ভবন উদ্ধোধন

Published: 08 Nov 2016   Tuesday   

মঙ্গলবার রাঙামাটির কাপ্তাই উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের নব নির্মিত ভবন উদ্ধোধন করা হয়েছে।


প্রায় এক কোটি টাকা ব্যয়ে প্রাণী সম্পদ দপ্তরের নির্মিত ভবনের উদ্ধোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

 

অনুষ্ঠানে প্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া,সদস্য থোয়াইচিং মার্মা, প্রাণী সম্পদ বিভাগের চট্রগ্রাম বিভাগীয় উপ পরিচালক এ এস এম মানোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুচাইন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু।


রাঙাগামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে সকলের পশুপালন করা উচিত। নির্বিচারে বনজ সম্পদ উজাড় এবং বনজ প্রাণী হত্যার ফলে এখন মানুষ প্রাকৃতিক দূর্যোগের মুখোমুখি হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত