আসন্ন কপ-২২ মারাকাশ সন্মেলনে অভিযোজন অর্থায়নে ঋন নয়,চাই ক্ষতিপূরনের দাবীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের(টিআইবি) সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি(সানক) বুধবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্যে দেন সনাক রাঙামাটিজেলা কমিটির সহ-সভাপতি আমলেন্দু হাওলাদার, সাচিং প্রু চৌধুরী, মাসুদুল আলম প্রমুখ। মানবন্ধনে টিআইব’র সহযোগী সংগঠন সনাক,স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস ও ছাড়াও সুশীল সমাজের ব্যক্তিরা অংশ গ্রহন করেন।
সমাবেশে বক্তারা বলেন, মানববন্ধনে৭-১৮ নভেম্বরঅনুষ্ঠিত কপ - ২২ সম্মেলনে জলবায়ু অভিযোজনের জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ এবং তহবিল বরাদ্দ ও ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করণে টিআইবি কিছু সুপারিশ প্রস্তাব করেছে এবং উক্ত বিষয়ে দেশব্যাপী প্রচারণার কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে উন্নত দেশ কর্তৃক প্রদেয় ক্ষতিপূরণের প্রতিশ্রুতি অনুযায়ী অনুদান প্রদান এবং ক্ষতিপূরণের অর্থকে কোন অবস্থায় ঋন হিসেবে না নেয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপনের জন্য আহ্বান জানানো হয়।
জলবায়ু অর্থায়নে উন্নত দেশের প্রতিশ্রুতি বাস্তবায়ন, সবুজ জলবায়ু তহবিল থেকে তহবিল সংগ্রহ এবং তা ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিতে টিআইবি কর্র্তৃক সুপারিশ বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার এবংআন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত শিল্পোন্নত দেশগুলোর প্রতি দৃষ্টি আকর্ষন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.