সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় বৃহস্পতিতবার কাপ্তাইয়ে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
কাপ্তাই উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ এবং তার অঙ্গ সংগঠনের উদ্যোগে গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইচাইন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মার্মা, জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা, কাউখালি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অংসাপ্রু মার্মা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন, যুবলীগ সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকি,ছাত্রলীগ সভাপতি এম আর সুমন, ৫ নং ওয়াগ্গা ইউ পি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা, কৃষকলীগ সাধারন সম্পাদক সামশুদ্দীন, রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইফসুফ কার্বারী, চন্দ্রঘোনা ইউনিয়ন সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান কঞ্চালনা করেন সংগঠেনর যুগ্ম সম্পাদক ইব্রাহীম খলিল। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে নিয়ে গেছেন। তাই জননেত্রীর হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় নিয়ে যেতে দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.