জুড়াছড়িতে এমএন লারামর মৃত্যূ বার্ষিকী পালিত

Published: 10 Nov 2016   Thursday   

বৃহস্পতিবার  জুরাছড়িতে  সাবেক সংসদ সদস্য ও জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানেবেন্দ্র নারায়ন লারমার(এমএন লারমা) ৩৩ তম মৃত্যূ বার্ষিকী পালিত হয়েছে।

 

জুরাছড়ি উপজেলা শাখা জনসংহতি সমিতির উদ্যোগে মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত শোক সভায় জুরাছড়ি উপজেলা শাখা জনসংহতি সমিতির সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমার সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির  জেলা শাখার সাধারণ সম্পাদক নীলোৎপল খীসা। বিশেষ অতিথি  ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, রাঙামাটি যুব সমিতির সাধারণ সম্পাদক অরুন ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি অন্তিক চাকমা। এসময় জুরাছড়ি, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যানগণ, হেডম্যান সন্তোষ দেওয়ানসহ উপজেলার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাবেক যুব নেতা স্নেহ কুমার চাকমার সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা।

 

এর আগে সকাল ৮টায় প্রভাত ফেরী ও উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে মানেবেন্দ্র নারায়ন লারমা অস্থায়ী বেদীতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে সর্বস্থরের মানুষ বিন¤্র শ্রদ্ধা জানানো হয়।  এছাড়া  এমএন লারমাসহ অন্দোলনকালীন সময়ে শাহাদাত বরণকারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

সভায় প্রধান অতিথি বক্তব্যে নীলোৎপল খীসা  বলেন, আমরা পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে আর প্রতিশ্রুতি নিয়ে বসে থাকতে চায় না। চুক্তি বাস্তবায়নে শান্তিপূর্ণ সমাধান চায়। আর এ চুক্তি বাস্তবায়িত না হলে পার্বত্যবাসী দেশের সমতলে বসবাসরতদের সাথে সমতালে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

 

এদিকে ইউনিয়ন সংবাদদাতারা জানান, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমার সভাপতিত্বে ও দুমদুম্যা ইউনেয়নের চেয়ারম্যান শান্তি রাজ চাকমার সভাপতিত্বে পৃথক পৃথক ভাবে শোক সভা পালিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত