ছাত্রলীগকে যারা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে তাদের চিহিৃত করে গণধোলাই দেয়া হবে-মূছা মাতব্বর

Published: 11 Nov 2016   Friday   

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর বলেছেন, ছাত্রলীগকে যারা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে তাদের চিহিৃত করে গণধোলাই দেয়া হবে।

 

শুক্রবার বাংলাদেশ যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি মোঃ আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নূর মোঃ কাজলের পরিচালনায় অনুষ্ঠিত যুবলীগের বর্ষপূর্তির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা অাওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, মহিলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক জেবুন্নেসা রহিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম অাহবায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা মৎস্যজীবিলীগের আহবায়ক উদয়ন বড়ুয়া, সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুল আলম রাশেদ, শহর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ অাব্দুল ওহাব খান প্রমুখ। অালোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে কেক কাটেন নেতৃবৃন্দরা।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,সুসংগঠিত আওয়ামীলীগকে দুর্বল করতে এখন অাবারো ষড়যন্ত্র শুরু হয়েছে।এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য তিনি সকলকে অাহবান জানান।

 

সভাপতির বক্তব্যে আকবর হোসেন চৌধুরী বলেন,আমরা ও একসময় ছাত্ররাজনীতি করেছি। তখন কেউ ছাত্রলীগকে কেউ ব্যবহার করতে পারেনি, ছাত্রলীগকে নিয়ে কেউ তখন এসব নোংড়ামি করার সুযোগ পায়নি।আজ ছাত্রলীগকে নিয়ে যে অগঠনতান্ত্রিক কাজ শুরু হয়েছে তা মেনে নেয়া যায় না।

 

তিনি আরো বলেন,আমি সকলের সহায়তা নিয়ে আজ পৌর মেয়র।অামি জনকল্যাণে কাজ করতে চাই।আমাকে সে সুযোগটা দিতে হবে।আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।আমাকে সহায়তা করেন,যাতে সকলের সেবা করতে পারি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত